স্বাস্থ্যখাতে প্রতিরোধমূলক ব্যবস্থা বা হেলথ প্রমোশনের উপর জোর দিয়ে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড, জাতীয় স্বাস্থ্য বাজেটের মাত্র ১.৮% ব্যবহার করে মদ্যপান ও তামাকের ব্যবহার হ্রাস, এবং শরীর চর্চার হার বৃদ্ধির মাধ্যমে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যয় হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও হেলথ প্রোমোশন ফাউন্ডেশন গঠন জরুরি।
তারই লক্ষ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও রোগ প্রতিরোধ ব্যবস্থার জোরারোপ করার লক্ষ্যে হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচির আয়োজন করেছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট। আগামীকাল ১২ জুলাই ২০২৩, বুধবার, সকাল ১১ টায়, শাহবাগ (জাতীয় জাদুঘরের সামনে) স্বাস্থ্য উন্নয়নে “হেলথ প্রমোশন ফাউন্ডেশন চাই” শীর্ষক এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশব্যাপী প্রায় ১০০টি সংগঠন আগামী ১২ জুলাই ২০২৩, বুধবার, সকাল ১১টায় নিজ এলাকায় স্ব-স্ব স্থানে একযোগে অবস্থান কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে প্রতিনিয়তই বাড়ছে চিকিৎসা খরচ। লাগামহীন চিকিৎসা খরচ জোগাতে গিয়ে প্রতি বছর দরিদ্র হয়ে যাচ্ছে ৮৬ লক্ষ মানুষ। চিকিৎসা ব্যয়ের ৬৯% ব্যক্তিকে বহন করতে হয়। এভাবে ক্রমবর্ধমান হারে চিকিৎসাখাতে ব্যয় বৃদ্ধি পেলে উদ্ভুত পরিস্থিতি ব্যক্তি বা রাষ্ট্রের জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়াবে। গত দশ বছরে স্বাস্থ্যখাতে বাজেট এবং ব্যয় বৃদ্ধি পেলেও কমেনি অসংক্রামক রোগের প্রাদুর্ভাব।
পার্শ্ববর্তী দেশসমূহের ইতিবাচক মডেল ধরে বাংলাদেশেও এ উদাহরণ অনুসরণের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও চিকিৎসা ব্যয় হ্রাসে কার্যকরী অবদান রাখা সম্ভব। সেই ধারাবহিকতায় এ অবস্থান কর্মসূচির আয়োজন করেছে ডব্লিউবিবি ট্রাস্ট।