ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩

১৪ বছরে ১ লাখ ২৯৭৭১ ফিলিস্তিনি ও ৭২৮৭ ইসরায়েলি নিহত

পাবলিকহেলথ ডেস্ক :
নভেম্বর ৬, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ । ১৮৫ জন

মধ্যপ্রাচ্যে গত ১৪ বছরের ১ লাখ ২৯৭৭১ জন ফিলিস্তিনি এবং ৭২৮৭ জন ইসরায়েলি নিহত হয়েছে। ২০০৮ সাল থেকে বর্তমানে চলমান সংঘর্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী এসব মানুষ মৃত্যুবরণ করেছে। যাদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ।

বৈশ্বিক পরিসংখ্যান বিষয়ক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড অব স্টাটিসটিকাস আজ সোমবার এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, চলমান সংঘর্ষে সর্বশেষ তথ্যানুযায়ী ৯৪৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ৩৯০০ শিশু ও ২৪৩০ জন নারী। আর ৫৭২ জন বয়স্ক। বিপরীতে ইসরায়েলে হামাসে আকস্মিক হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়েছে।

২০২০ সালে ২৭৮১ জন ফিলিস্তিনির বিপরীতে ৬১ জন ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া ২০১৯ সালে ১৫৬২৮ জন ফিলিস্তিনির বিপরীতে ১৩৩ জন, ২০১৮ সালে ৩১৫৫৮ জন ফিলিস্তিনির বিপরীতে ১৩০ জন ইসরায়েলি, ২০১৭ সালে ৮৫২৬ জন ফিলিস্তিনের বিপরীতে ১৭৪ জন ইসরায়েলি, ২০১৬ সালে ৩৫৭২ জন ফিলিস্তিনির বিপরীতে ২২২ জন ইসরায়েলি, ২০১৫ সালে ১৪৮১৩ জন ফিলিস্তিনের বিপরীতে ৩৩৯ জন ইসরায়েলি, ২০১৪ সালে ১৯৮৬০ জন ফিলিস্তিনের বিপরীতে ২৭৯৬ জন ইসরায়েলি নিহত হয়েছে।

এছাড়া ২০১৩ সালে ৪০৩১ জন ফিলিস্তিনের বিপরীতে ১৫৭ জন ইসরায়েলি, ২০১২ সালে ৪৯৩৬ জন ফিলিস্তিনের বিপরীতে ৫৭৮ জন ইসরায়েলি, ২০১১ সালে ২২৬০ জন ফিলিস্তিনের বিপরীতে ১৩৬ জন ইসরায়েলি, ২০১০ সালে ১৬৫৯ জন ফিলিস্তিনের বিপরীতে ১৮৫ জন ইসরায়েলি, ২০০৯ সালে ৭৪৬০ জন ফিলিস্তিনের বিপরীতে ১২৩ জন ইসরায়েলি এবং ২০০৮ সালে ৩২০২ জন ফিলিস্তিনের বিপরীতে ৮৫৩ জন ইসরায়েলি নিহত হয়েছে।