ঢাকারবিবার , ২৪ মার্চ ২০২৪
  • অন্যান্য

২৯ পণ্যের দাম নির্ধারণের বিষয়ে কিছুই জানেন না কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৪, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ । ১৯৯ জন

বাজার নিয়ন্ত্রণে ২৯ কৃষিপণ্যের দাম নির্ধারণের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। গত (২৩ মার্চ ২০২৪) শনিবার দুপুরে রাজধানীর সামরিক জাদুঘর মিলনায়তনে আবহাওয়া অধিদপ্তর আয়োজিত বিশ্ব আবহাওয়া দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২৯ কৃষিপণ্যের দাম নির্ধারণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কৃষিমন্ত্রী বলেন, ‘আমি জানি না। বিপণন তো মার্কেটিং, দাম নির্ধারণের বিষয়ে আমি জানি না।’

কৃষি বিপণন অধিদপ্তর আপনার মন্ত্রণালয়ের অধীনের সংস্থা উল্লেখ করলে তিনি বলেন, ‘এটা রাজতন্ত্র নয়, গণতন্ত্র।’

সরকারিভাবে চাল আমদানির পরিকল্পনা নেই জানিয়ে আব্দুস শহীদ বলেন, বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, সরকারিভাবে আমদানি হলে নানা কারণে বিলম্ব হয়।

আবহাওয়া দিবসের অনুষ্ঠান বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. মো. শামীম হাসান ভূইয়া। কৃষি আবহাওয়া সম্পর্কিত তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. শাহ কামাল খান।