ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪
  • অন্যান্য

৫৪ জনের দেহে করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ । ৯৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে মোট ২০ লাখ ৪৮ হাজার ৭৫৩ জন। আজ (৬ মার্চ) বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৬৭২ টি নমুনা পরীক্ষায় ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৫০ জনই ঢাকার রোগী। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক শূন্য ৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৭৫৫ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।