ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

৮০ পয়সায় মিলছে এক লিটার খাবার পানি!

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ । ৬৫ জন

উচ্চমূল্যের বাজারে যেখানে এক লিটার পানি কিনতে ভোক্তাকে গুনতে হয় অন্তত ২৫-৩০ টাকা, সেখানে মাত্র ৮০ পয়সায় এক লিটার বিশুদ্ধ খাবার পানি বিক্রি করছে ঢাকা ওয়াসা ও মার্কিন প্রতিষ্ঠান ড্রিংকওয়েল। সারাদেশে ৩২০টি এটিএম বুথ থেকে এই পানি কিনতে পারছেন গ্রাহকরা।

ব্যাংকের এটিএম কার্ডের মতোই একটি প্রিপেইড কার্ড বুথ মেশিনের নির্দিষ্ট স্থানে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে বিশুদ্ধ খাবার পানি বেরিয়ে আসে ওয়াটার এটিএম বুথ থেকে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দিয়ে ৫০ টাকায় নিবন্ধন করে নেয়া যায় এই এটিএম কার্ড। বুথ অপারেটরদের মাধ্যমে কার্ডে রিচার্জ করা যায় ১০ থেকে ৯৯৯ টাকা পর্যন্ত।

বাজারে প্রতি লিটার বোতলজাত পানি কিনতে যেখানে ক্রেতাকে গুনতে হয় ৩০ টাকা, এখানে মাত্র ৮০ পয়সাতেই এক লিটার পানি পাচ্ছেন তারা। বিশুদ্ধ এই পানি নতুন করে পরিশোধন কিংবা ফুটানোর প্রয়োজন হয় না। তাই সব সময়ই ভীর লেগে থাকছে এসব ওয়াটার এটিএম বুথে।

ভোক্তারা জানান, ওয়াটার এটিএম বুথে মাত্র ৮০ পয়সায় মিলছে এক লিটার পানি। যা বাজারে বোতলজাত পানির চেয়ে ঢের সাশ্রয়ী ও বিশুদ্ধ। ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ড্রিংকওয়েল কোম্পানি ড্রিংকওয়েলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে ৩২০টি বুথ থেকে নামমাত্র মূল্যে বিশুদ্ধ পানি কিনতে পারছেন গ্রাহকরা।

এ পরিস্থিতিতে আরও বেশি বুথ স্থাপনের দাবি সাধারণ মানুষের। তারা জানান, প্রতিটি হাসপাতালে বাইরে ও রাস্তার মোড়ে মোড়ে এই ওয়াটার এটিএম বুথ স্থাপন করা প্রয়োজন। তাহলে রোগীরা কম দামে বিশুদ্ধ পানি পান করতে পারবেন।

এমন দাবির মুখে ড্রিংকওয়েলের কর্মকর্তাদের আশ্বাস, কম খরচে বিশুদ্ধ পানি সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে বাড়ানো হবে বুথের সংখ্যা। ড্রিংকওয়েল বাংলাদেশের মানবসম্পদ ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ নবী নওয়াজ চৌধুরী বলেন, খুব শিগগিরই আরও দেড় থেকে দুইশটি নতুন ওয়াটার এটিএম বুথ স্থাপন করার পরিকল্পনা রয়েছে। জনবসতি এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সংখ্যা যেসব এলাকায় বেশি সেখানেই এসব বুথ স্থাপন করা হবে।

উল্লেখ্য, প্রতিদিন অন্তত সাড়ে ৫ লাখ মানুষ পানি কিনছেন এইসব ওয়াটার এটিএম বুথে।