ঢাকাসোমবার , ২৭ মে ২০২৪

প্রায় দুই ঘণ্টা পর চালু মেট্রোরেল পরিষেবা

নিজস্ব প্রতিবেদক
মে ২৭, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ । ১১৬ জন

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপরিচালক (জনসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, বিদ্যুৎ সংকটের কারণে চলাচল বন্ধ ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তা বলেন, কারিগরি কারণে মেট্রোরেলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সকাল সাড়ে ৭টার দিকে বিজয় সরণি-শেওড়াপাড়া লাইনে এ সমস্যা দেখা দেয়।

তবে সকাল ৯টার পর থেকে আবার চলাচল শুরু হয় বলে জানান তিনি।