ঢাকাসোমবার , ১ জুলাই ২০২৪
  • অন্যান্য

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ । ৭৬ জন

পাবনা সাঁথিয়ায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি কাশিনাথপুর ইউনিয়নের রামভদ্রবাটি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। এ সময় একই গ্রামের কৃষক মাজেম খান (৩৫) আহত হয়েছেন। তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর একটার দিকে আমির হোসেন বাড়ির পাশে কাজুরি মাঠে গরুর জন্য ঘাস কাটছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মাজেম খান নামে আরেক কৃষক গুরুতর আহত হন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে কৃষক আমির হোসেন মারা গেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।