ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সিটির ৪ হাজার ৯ কোটি টাকার বাজেট

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৭, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ । ৭৩ জন

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৯ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ৭৬৪ কোটি ৫৮ লাখ ১৬ টাকা।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের সভা কক্ষে বাজেট পেশ করেন সিটি কাউন্সিলর ও বাজেট প্রণয়ন কমিটির সভাপতি মো. আব্বাস উদ্দিন খোকন।

গাজীপুর সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হান্নানের সভাপতিত্বে বাজেট পেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন।

বক্তব্য দেন মেয়রের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।

বাজেটে আয়ের খাত দেখানো হয়েছে ট্যাক্স থেকে ২৩২ কোটি ৫০ লাখ টাকা, রেইট ২৩০ কোটি ৯০ লাখ, ফিস বাবদ ৩৯ কোটি ৭৬ লাখ টাক, ইজারা থেকে ১২ কোটি টাকা, মার্কেট নির্মাণের সেলামি/ মাল্টিস্টোরড বিল্ডিং নির্মাণ থেকে ১৩ কোটি টাকা, উন্নয়ন খাত ব্যতীত সরকারি অনুদান থেকে ১৮ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা, পানি শাখা থেকে ৯৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা, সরকারি অনুদান ১৫০ কোটি টাকা, বৈদেশিক সহয়তাপুষ্ট প্রকল্প/ডিপিপি থেকে ২ হাজার ৩৫৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা প্রারম্ভিক স্থিতি ৮৫ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা ইত্যাদি।

ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে- সাধারণ সংস্থাপন খাতে ৮৪ কোটি ৪১ লখ ৬৪ হাজার টাকা, সংস্থাপন সংক্রান্ত আনুষঙ্গিক ব্যয় ১৫ কোটি ১০ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী বাবদ ১৬ কোটি ৯৫ লাখ টাকা, কনজারভেন্সি ১৬১ কোটি ২০ লাখ টাকা, শিক্ষা ও ক্রীড়া খাতে ৬২ কোটি ২৫ লাখ টাকা, বিভিন্ন কল্যাণমূলক খাতে ২২৯ কোটি ১০ লাখ টাকা, সাংস্কৃতিক অনুষ্ঠান/জরুরি ত্রাণ ও জাতীয় দিবস খাতে ২ কোটি ৮০ লাখ টাকা, অফিস ব্যবস্থাপনা ও অন্যান্য ৩২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার টাকা, পানি সরবরাহ শাখার ব্যয় ৭২ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা, অবকাঠামো নির্মাণ/উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ৫১০ কোটি ৩০ লাখ টাকা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প ডিডিপি ১ হাজার ৮৮৭ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা, সরকারি অনুদান অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাদে ৪৬ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা ও অন্যান্য খাতে ১২১ কোটি ২০ লাখ টাকা ইত্যাদি নির্ধারণ করা হয়েছে।