ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
  • অন্যান্য

ঐতিহাসিক স্মরণ ও পরিবেশ সংরক্ষণে বট-অশ্বত্থ গাছের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ । ৬২০ জন

ঐতিহাসিক স্মরণ ও পরিবেশ সংরক্ষণে বট-অশ্বত্থ গাছের চারা রোপণ

মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ’র স্মরণে বট ও অশ্বত্থ গাছের চারা রোপণ করলো “দেশীগাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন”।

আজ শুক্রবার জয়পুরহাটের হোসেন নগর গ্রামে এ বট ও অশ্বত্থ গাছের চারা রোপণ করা হয়। কথিত আছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ (শাসনকাল ১৪৯৩-১৫১৯) তার শাসন কার্যে বা সাম্রাজ্য বিস্তৃতিতে নদী পথে এসে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে জয়পুরহাট জেলায়, আক্কেলপুর উপজেলার হোসেন নগর গ্রামে তাবু গেড়ে কয়েকদিন অবস্থান করেন। সেই থেকে তার নামানুসারে গ্রামের নাম হোসেন নগর রাখা হয়।

সেই সুলতান হোসেন শাহ-র স্মরণে এবং গত ২৩/০৭/২০২৩ তারিখে ঐ গ্রামে পরোপকারী নামে খ্যাত অবসরপ্রাপ্ত শিক্ষক রাম গোপাল সরকার মৃত্যু বরণ করেন- তাঁকে উৎসর্গ করে ছোট নন্দাহার নদীর তীরে (তুলসী গঙ্গার শাখা নদী) কয়েকটি বট ও অশ্বত্থ বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন- আনন্দ সরকার, সনজিত মণ্ডল, নিত্যানন্দ সরকার, সেতু সরকার, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সুমিত্রা রাণী সরকার, নিমাই মজুমদার, রতন চন্দ্র মন্ডলসহ অনেকে।

উল্লেখ্য, গতবছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে উপলক্ষ্য জয়পুরহাটে বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ৫০ টি স্থানে বটগাছের চারা রোপণ কর্মসূচি পালন করে এবং বর্তমানে বট-অশ্বত্থ চারা রোপণ ও বিতরণ কর্মসূচী চলমান রেখেছে ‘দেশি গাছ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি।