ঢাকারবিবার , ৩০ জুলাই ২০২৩
  • অন্যান্য

ঢাকা শহরের বায়ুর মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা আজ

পাবলিকহেলথ ডেস্ক :
জুলাই ৩০, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ । ২৮২ জন

বিশুদ্ধ বায়ু ও পরিবেশে শ্বাস নেওয়ার অধিকার একটি সাংবিধানিক অধিকার এবং মানবাধিকার। সরকার বাংলাদেশের সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদে পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নকে একটি সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সাংবিধানিক অধিকার হওয়া সত্ত্বেও বাংলাদেশের জনগণ বিশুদ্ধ বাতাসে নিশ্বাস গ্রহণের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে ঢাকা শহরের বায়ুর মান উন্নয়নে করণীয় শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছে সেন্টার ফর ল’ এন্ড পলিসি এফেয়ার্স-সিএলপিএ, Open Sesame এবং Japan Fund For Global Environment (JFGE)। আজ রোববার বিকেল ৪টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর মিটিং রুমে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।

সিএলপিএ এর সেক্রেটারি সৈয়দ মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।,

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) কর্তৃক জরিপে বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকা শহরের অবস্থান তালিকার নিচের দিকে আর ঢাকার অবস্থান নিম্নগামি হওয়ার অন্যতম নিয়ামক বায়ুদূষণ। বিশ্বে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ হিসাবে এক নম্বর হয়েছে বাংলাদেশ।