ঢাকারবিবার , ৪ আগস্ট ২০২৪
  • অন্যান্য

৬.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ণ । ২৭ জন

ফিলিপাইনের সুরিগাও দেল সুর প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৩ আগস্ট) দেশটির ইনিস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এদিন সকালে হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

স্থানীয় সময় সকাল ৬টা ২২ মিনিটে উপকূলীয় শহর লিঙ্গিগ থেকে প্রায় ৬৬ কিলোমিটার উত্তর-পূর্বে ৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

এই ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়ে আশপাশের আগুসান দেল সুর, দাভাও দে ওরো, দাভাও সিটি ও দাভাও অক্সিডেন্টালসহ মিন্দানাও অঞ্চলের অনেক প্রদেশে।

টেকটোনিক এই ভূমিকম্প আফটারশক সৃষ্টি করলে তাতে ক্ষয়ক্ষতি তেমন হবে না বলে জানিয়েছে ইনস্টিটিউট।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থানের কারণে ফিলিপাইন দ্বীপপুঞ্জে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়।