ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

ঋণের ব্যাপারে বাংলাদেশের পরিস্থিতি মূল্যায়ন করছে বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ । ৬৪ জন

ঋণ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রভাব মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। গতকাল সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশকে ঋণ প্রদান সংক্রান্ত বিশ্ব ব্যাংকের এ বিবৃতির কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভে দমন-পীড়নে কয়েকশ মানুষ নিহত হন। এরপর শেখ হাসিনার পদত্যাগের দাবি তোলে ছাত্র-জনতা।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব ব্যাংকের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘটিত সহিংসতা ও মর্মান্তিক প্রাণহানির জন্য আমরা শোক প্রকাশ করছি এবং দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আশা করছি। আমরা বিশ্বব্যাংক গ্রুপের কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতির প্রভাব মূল্যায়ন করছি এবং বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।