ঢাকাবৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪

ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ২৩৩ জন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ । ৩০ জন

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং গত ২৪ ঘন্টায় হাসপাতালে ২৩৩ জন ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৪৭ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫০ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৩ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরের ১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮ হাজার ৭০২ জন। এর মধ্যে ৬০ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ২ শতাংশ নারী।