এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৬ ব্যাংকের ঋণ বিতরণের সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৯ আগস্ট) ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।
ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি বিধান ও আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪০ ধারা অনুযায়ী এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক (ডিওএস) মিজানুর রহমান আকন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কৃষি, চলতি মূলধন, সিএমএসএমই খাত ও প্রণোদনা প্যাকেজে বিনিয়োগ, নিজ ব্যাংকে রক্ষিত এফডিআরের বিপরীতে এসওডি ও শতভাগ নগদ মার্জিনের বিপরীতে বিনিয়োগপত্র ও অন্যান্য পরোক্ষ বিনিয়োগ সুবিধা ব্যতীত অন্য কোনোরূপ বিনিয়োগ সুবিধা প্রদান করা যাবে না। এসব খাতেও বিনিয়োগের পরিমাণ ৫ কোটি টাকার বেশি হলে বাংলাদেশ ব্যাংক থেকে পূর্বানুমোদন নিতে হবে।
চিঠিতে আরো বলা হয়, মেয়াদোত্তীর্ণ বা সীমাতিরিক্ত বকেয়া স্থিতি নগদ আদায় ব্যতীত গ্রাহকের বিদ্যমান বিনিয়োগ সুবিধা নবায়ন বা বর্ধিত করা যাবে না। অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান কোনো বিনিয়োগ অধিগ্রহণ করা যাবে না এবং ব্যাংকের শীর্ষ ২০ বিনিয়োগ গ্রহীতার বিনিয়োগ আদায়ের তথ্য মাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।