ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩

ভূমিকম্পে কাঁপল দিল্লি-জম্মু ও কাশ্মীর

পাবলিকহেলথ ডেস্ক :
আগস্ট ৫, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ । ২২৭ জন

আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে আজ শনিবার ভারতীয় সময় রাত ৯.৩৮ মিনিটে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৮। তারই প্রভাব দিল্লি, জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবেও অনুভূত হয়েছে এ কম্পন। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনো পাওয়া যায়নি।

আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ অঞ্চল বলেই পরিচিত। কারণ ওই এলাকা ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগ স্থলে অবস্থিত।

আফগান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশটির উত্তর-পূর্বের জুর্ম অঞ্চলে কম্পন অনুভূত হয়। এ বছর ২১ মার্চ ওই এলাকাতেই তীব্র কম্পন অনুভূত হয়েছিল। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬। মার্চেও আফগানিস্তানে ভূমিকম্পের রেশ এসে পৌঁছেছিল ভারতে। পর পর আফটারশক অনুভূত হয়েছিল।

শনিবার হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২০০ কিলোমিটারের চেয়ে বেশি গভীরতা থেকে কম্পনের উৎপত্তি হয় বলে জানা গিয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, গভীরতা বেশি হওয়ার কারণেই তীব্রতা তুলনামূলক কম। এর আগে মার্চ মাসের ভূমিকম্পের উৎস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৭ কিলোমিটার গভীরে।

দিল্লি-এনসিআরএ এই ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিল ৫.৬ রিখটার স্কেলে।