ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪

বন্যার তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম খুলেছে পানি সম্পদ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২২, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ । ৪৭ জন

দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম খুলেছে পানি সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের নিমিত্তে বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর-০১৩১৮২৩৪৫৬০।

সার্বিক বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনিটরিং করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: রবিউল আলম। (মোবাইল: ০১৯৯২৪৩৯৩৪৭)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীরা চলমান বন্যা পরিস্থিতি বিষয়ে সংশ্লিষ্ট জেলায় স্থাপিত কন্ট্রোল রুম ও পানি উন্নয়ন বোর্ডে স্থাপিত কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে বন্যার সর্বশেষ তথ্য সংগ্রহ করবেন। এরপর সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন পেশ করবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।