ঢাকারবিবার , ২৫ আগস্ট ২০২৪

যশোরে ট্রাকের চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ । ২৫ জন

যশোর-ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন সজীব হোসেন। এ সময় বেনাপোলগামী ট্রাকের নিচে পড়ে আহত হন সজীব। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

রবিবার (২৫ আগস্ট) সকাল ৮টায় জেলা শহরের ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব (২৪) সদর উপজেলার বোলপুর গ্রামের জাফর হোসেনের ছেলে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টায় যশোর-ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন সজীব হোসেন। এ সময় বেনাপোলগামী ট্রাকের নিচে পড়ে আহত হন সজীব। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে। ঘাতক ট্রাকটি থানা হেফাজতে রাখা আছে। আটক ট্রাকচালক শান্ত ঝিনাইদহ সদরের পাগলা কানাই গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।