ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  • অন্যান্য

বাংলাদেশ পৌরসভা সমিতির এক্সিকিউটিভ কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ । ৩১৯ জন

বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব) এর এক্সিকিউটিভ কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৭ আগস্ট, ২০২৩ রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি ভবনের তৃতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভাটিতে সভাপতিত্ব করেন ম্যাবের সভাপতি নীলফামারি পৌরসভার সম্মানিত মেয়র জনাব দেওয়ান কামাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আজমত উল্লাহ খান।

উক্ত সভায় এইড ফাউন্ডেশনের পক্ষ্য থেকে “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা” টি সকল পৌরসভায় বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন প্রকল্প পরিচালক জনাব শাগুফতা সুলতানা।

প্রেজেন্টেশনটি উপস্থাপনার পর ম্যাবের সাধারণ সম্পাদক মাদারিপুর পৌরসভার সম্মানিত মেয়র জনাব মো. খালিদ হোসাইন আলোচনায় অংশগ্রহণ করে বলেন, ম্যাব এই নির্দেশিকাটি বাস্তবায়নের জন্য এইড ফাউন্ডেশনের সাথে একযোগে কাজ করবে। অভিষেক অনুষ্ঠানে দেশের বিভিন্ন পৌরসভার প্রায় শতাধিক মেয়র অংশগ্রহণ করেন।