ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪

রাজশাহীতে ৩ জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ । ২৭ জন

রাজশাহীর গোদাগাড়ীতে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। এছাড়া গাইবান্ধা, ফেনী, চট্টগ্রাম, ঝালকাঠি ও সাতক্ষীরায় আরো ছয়জন নিহত হয়েছেন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

রাজশাহী: গতকাল ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মর্জিনা খাতুন নামের এক নারী। গোদাগাড়ীর রাজাবাড়িহাটে একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিসের মোড়ে অটোরিকশা নিয়ে মহাসড়কে উঠছিলেন মনিরুল ইসলাম। এ সময় একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে চালক মনিরুল ইসলাম ও যাত্রী মিলন আলী ঘটনাস্থলেই মারা যান।

নিহত মর্জিনা খাতুন (৫০) উপজেলার নাজিরপুর গ্রামের মজিবর রহমানের মেয়ে। মনিরুল ইসলাম (৫০) গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার তাজিমুল ইসলামের ছেলে এবং মিলন আলীর (৩৮) বাড়ি বুজরুকপাড়া মহল্লায়।

গোদাগাড়ী থানার ওসি আতাউর রহমান জানান, অটোরিকশাকে চাপা দেয়ার ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সড়ক আইনে মামলা করা হবে। এছাড়া মর্জিনা খাতুন নিহতের ঘটনায় প্রেমতলী পুলিশ ফাঁড়িতে আলাদা একটি মামলা হয়েছে।

গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাঝিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের তাহের মিয়ার ছেলে রেজাউল মিয়া (৪০) ও পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৪৫)।

ফেনী: জেলার দাগনভূঞায় ত্রাণ আনতে গিয়ে ট্রাকচাপায় জাদরুল ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সিলোনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। জাদরুল ইসলাম দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুর গ্রামের হুমায়ুন কবীরের ছেলে।

চট্টগ্রাম: নগরের পতেঙ্গায় বাসচাপায় নুরুল আবছার (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সকালে কাটগড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি পতেঙ্গা স্টিল মিল এলাকার ছগীর আহম্মদের ছেলে।

পতেঙ্গা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

ঝালকাঠি: জেলার নলছিটিতে ট্রাকচাপায় রিয়াদ তালুকদার (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল দুপুরে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের বরইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রিয়াদ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের মো. ইসহাক তালুকদারের ছেলে।

সাতক্ষীরা: গাড়ির ধাক্কায় ইঞ্জিনচালিত অটোভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা পাওয়ার গ্রিড সাবস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনীল কুমার মণ্ডল (৪৫) সদর উপজেলার বিনেরপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত উপেন্দ্রনাথ মণ্ডলের ছেলে। সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।