ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  • অন্যান্য

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ । ২৫৬ জন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কর্মকর্তাদের নিয়ে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারীকৃত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ৮ আগষ্ট ২০২৩ সকাল ১০টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) প্রশিক্ষন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালার প্রথম সেশন তামাকের ক্ষতিকর প্রভাব: স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষাপট এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সালেহ আহমদ মোজাফফর। এছাড়াও প্রবন্ধ উপস্থাপন করেন দি ইউনিয়নের কনসালটেন্ট জনাব ফাহিমুল ইসলাম , জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর গবেষনা ও পরিকল্পনা বিভাগের যুগ্ম পরিচালক, মোঃ আব্দুল খালেক, তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সহকারি পরিচালক, এনআইএলজি ও প্রকল্প সমন্বয়ক এ জেহাদ সরকার, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা এবং ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার, শারমিন আক্তার রিনি। কর্মশালার শেষপর্বে প্রতিটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সালেহ আহমদ মোজাফফর।