ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

চমেক হাসপাতালের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ । ৫০ জন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য কর্মচারীদের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

চিকিৎসকরা কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানানোর পর বিজিবি মোতায়েন করা হয়।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের মারধর ও ভাঙচুরের বিচারের দাবিতে সারা দেশের চিকিৎসকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছিলেন।

চিকিৎসকদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বৃহত্তর চট্টগ্রামের একমাত্র বিশেষায়িত হাসপাতাল চমেক হাসপাতালের চিকিৎসকরাও। এতে বন্ধ হয়ে যায় হাসপাতালের সব সেবা। পরে অবশ্য কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফেরেন চিকিৎসকরা।