ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
  • অন্যান্য

গাজীপুরে তামাক কোম্পানির আগ্রাসন নিয়ন্ত্রণে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ । ২৩১ জন

গাজীপুর জেলায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ বিধান বাস্তবায়ন ও তামাক কোম্পানির আগ্রাসন নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার গাজীপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. বেলাল হোসেন (সাধারণ সম্পাদক, নাটাব,গাজীপুর), সাংবাদিক মো. জানে আলম (দৈনিক কণ্ঠবাণী), মো. বায়েজিদ হোসেন (দৈনিক যায়যায়দিন), নজরুল ইসলাম আজাহার (দৈনিক বাংলাভূমি), মো. তৌফিক ইসলাম (দৈনিক নওরোজ) এবং দৈনিক নতুন ভোর, দৈনিক লাখোকণ্ঠ, দৈনিক স্বাধীন মত, নতুন সকাল, ডেইলি মর্নিং গ্লোরী ও মুক্ত বলাকা পত্রিকার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এছাড়া সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা নাটাব কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হাতেম আলী।
উক্ত সংবাদ সম্মেলনে নাটাবের প্রজেক্ট কো- অর্ডিনেটর এ কে এম খলিল উল্লাহ গাজীপুরের Taps violation বিষয়ে আলোচনা করেন এবং সকলেই তামাকের ক্ষতিকর দিক নিয়ে অনেক বেশি আলোচনা করা হয় এবং গাজীপুর জেলা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন মুক্ত ও ধুমপান মুক্ত পাবলিক প্লেস গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সিদ্ধান্ত সমূহ

# তামাক নিয়ন্ত্রণ আইনের বিশেষ ধারাগুলো দৈনিক পত্রিকায় তুলে ধরার মাধ্যমে সাধারণ লোকজন কে সচেতন করতে হবে।

# তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষে মোবাইল কোর্ট বেশি বেশি করে করার জন্য ডিসি মহোদয়কে অনুরোধ করা হবে।

# তামাকের বিজ্ঞাপনের এখনকার অবস্থা সম্পর্কে ডিসি মহোদয়কে অবগত করতে হবে।

# তামাকের ক্ষতিকর বিষয় নিয়ে দৈনিক পত্রিকায় লিখতে হবে।
# তামাক কোম্পানির বিভিন্ন কূটকৌশল গুলো চিহ্নিত করে মিডিয়ায় মাধ্যমে জানাতে হবে।

# শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকের দোকান নিষিদ্ধ এ সম্পর্কে দোকানদার ও স্কুল শিক্ষকদের অবগত করা হবে।