ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছানোর পর, এ্যান্টিবায়োটিক বোল্ট (নাট) ভেঙে যাওয়ায় নাটটি মেরামত শেষে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ট্রেনটি আবারও খুলনার উদ্দেশে ছেড়ে যায়। রবিবার বেলা সাড়ে ১২টার সময় রাজবাড়ী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। এর আগে সকাল ১১টার দিকে রাজবাড়ী স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে ট্রেনের নাটটি ভেঙে যায়।
রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস রাজবাড়ী স্টেশনে আসলে নিয়মিত চেকিং করার সময় দেখা যায়, পেছনের তিনটি বগির আগের বগির বাম পাশের চাকার পাশে থাকা এ্যান্টিবায়োটিক বোল্ট (নাট) ভেঙে গেছে।
এসময় রেলের মেরামতকারীরা সোয়া ঘণ্টার চেষ্টায় নাটটি পরিবর্তন করতে সক্ষম হয়। পরে বেলা সাড়ে ১২টার সময় ট্রেনটি আবারও ছেড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।