ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

ভৈরবে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নিচে পড়ে নারীসহ ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ । ৯১ জন

কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও এক পুরুষের প্রাণহানি হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নারীর বয়স আনুমানিক ২৫ এবং পুরুষের বয়স আনুমানিক ৩৫।

স্থানীয়রা জানান, সকাল সাড় আটটার দিকে ওই নারী ও পুরুষ মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ২৯নং রেল ব্রিজ হেঁটে পার হতে থাকে। এই সময় বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দিলে তারা ব্রিজের নিচে পড়ে মারাত্মক ভাবে আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক প্রথমে নারীকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা সেবা দেয়ার একঘণ্টা পর পুরুষও মারা যান।

ফায়ার সার্ভিস ইনচার্জ রাকিব উদ্দিন ভূঞা বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও পুরুষকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। এর ১ ঘণ্টা পর পুরুষটি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ার কারণে এই ঘটনা ঘটে।