ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ । ১৪ জন

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে আশেপাশের এলাকাগুলো সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। সোমবার দুপুর ১২টার দিকে ‘টেকনিক্যাল স্টুডেন্ট মুভমেন্টের’ ব্যানারে ৬ দফা দাবি আদায়ে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামিমুর রহমান জানান, ‘অবরোধের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা করে চেষ্টা করছি রাস্তা খালি করার জন্য।’

সড়ক অবরোধের কারণে ফার্মগেট থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে শাহবাগ পর্যন্ত বাস, প্রাইভেটকার ও অটোরিকশাসহ সব ধরনের গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ২০২১ সালে নিয়োগ পাওয়া সব ‘বিতর্কিত’ কারুশিল্প প্রশিক্ষককে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান থেকে অবিলম্বে বদলি করা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি চার বছরের প্রোগ্রাম থাকবে এবং প্রতিটি সেমিস্টার (টার্ম) পুরো ছয় মাসের হবে।

এছাড়া উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে আবেদনের সীমাবদ্ধতা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ সংরক্ষণ, কারিগরি খাত পরিচালনায় কোনো নন-টেকনিক্যাল কর্মী যাতে সম্পৃক্ত না থাকে তা নিশ্চিত করতে কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করা।

এছাড়াও তাদের আরও দাবিগুলো হলো- কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন ও শিক্ষক ঘাটতি নিরসনে সব শূন্য পদে কারিগরি কর্মকর্তা নিয়োগ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ আসন বরাদ্দ নিশ্চিত করা।