ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

মন্ত্রিপরিষদ বিভাগে যাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ । ৩০ জন

রবিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০১২ সালের স্বাস্থ্য সুরক্ষা আইন ২০২৪ সাল পর্যন্ত গবেষণা আকারে ছিল। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমার চাকরির বয়স ২১ দিন। ২১ দিন আগে আমি এসে দেখেছি এটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক সিদ্ধান্তের কারণে এটা মন্ত্রিপরিষদে যায়নি। প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে পাঠিয়ে দেব। রবিবারের মধ্যে এই আইন খসড়া আকারে মন্ত্রিপরিষদে যাবে।

সিনিয়র সচিব বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন আরও ভালো করে দেখতে গেলে এটা অন্তত আরও ১২ মাস সময় লাগত।

তিনি বলেন, আমাদের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা দিয়ে কমিটি গঠন করা হয়েছে যেন আগের আইনটাই হুবহু না হয় এবং সময়ের চাহিদার সঙ্গে এই আইনটা আপডেট করা যায়।

এছাড়া আমাদের জন্য যদি কোন ত্রুটি থাকে, কেবিনেট কমিটি সেটা পরীক্ষা করে দেখবেন বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।