ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ । ৪২ জন

সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রায় ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলার সদর উপজেলার বাঘের বাজারে মণ্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়।

এর আগে হাজিরা বোনাস বৃদ্ধি, নাইট বিলসহ বিভিন্ন দাবিতে সকাল ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রায় ৫ ঘণ্টা সারি সারি হাজারো গাড়ি রাস্তায় আটকে বিক্ষোভ মিছিলে স্লোগান দেন তারা। একদিকে প্রখর রোদ অন্যদিকে তীব্র যানজটে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে গিয়ে ঠেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মণ্ডল ইন্টিমেটস লিমিটেডের শ্রমিকরা বিভিন্ন সময় হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। রোববার সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে বাঘের বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করে। সেনাবাহিনী কঠোর অবস্থানে গেলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়।

পোশাক খাতের অস্থিরতা অনেকটা কমে আসলেও এখনও কিছু প্রতিষ্ঠান শ্রমিকদের দাবি পূরণ করতে পারেনি। আর এ নিয়ে অসন্তোষ রয়েছে শ্রমিকদের মাঝে। তাই মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা করে শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, টানা কয়েক সপ্তাহের শ্রমিক আন্দোলনের পর শিল্পনগরীর অধিকাংশ কারখানায় ন্যায্য দাবি মেনে নিলেও-তাদের প্রতিষ্ঠানে এখনও হাজিরা বোনাসসহ অন্যান্য দাবি পূরণ করেনি।