ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
  • অন্যান্য

দ্রুত উন্নয়ন কাজ শেষে মাঠ সকলের জন্য উন্মুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ । ২৬৪ জন

নগরবাসীর খেলাধূলা ও সামাজিকীকরণের প্রয়োজনীয়তা বিবেচনায় নগরের উল্লেখযোগ্য সংখ্যক মাঠ-পার্ক পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। দুঃখজনক হলেও সত্য যে, দীর্ঘদিন অতিবাহিত হলেও এ মাঠ-পার্কের অনেকগুলোরই উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণ না হওয়ায় বন্ধ রয়েছে। ফলে সাধারণ জনগণ খেলাধূলা, সামাজিকীকরণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। উপরোন্তু এ স্থানগুলোতে চলছে নানা অপরাধমূলক কর্মকান্ড।

এ অবস্থা থেকে উত্তরণ এবং মাঠ-পার্কে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বানে আগামীকাল ১৭ আগস্ট ২০২৩ সকাল ১১:০০ টায় যৌথভাবে অবস্থান কর্মসূচির আয়োজন করেছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি), নাগরিক অধিকার সংরক্ষন ফোরাম (নাসফ), প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, গ্রীন ভয়েজ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ ১৭টি সংগঠন।

রাজধানীর শাহবাগ মোড়, জাতীয় জাদুঘর এর সামনে “দ্রুত উন্নয়ন কাজ সম্পন্ন করে মাঠ-পার্ক সকলের জন্য উন্মুক্ত করা হোক” শীর্ষক এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।