ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ । ১৩ জন

আড়তে ডিম সরবরাহ শুরু হলেও দাম আসেনি ভোক্তার নাগালে। সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিক্রি হচ্ছে বাড়তি দামেই। পকেট কাটছে ক্রেতার। বাজার অভিযানে এসে ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলেন, বিকেল থেকেই সঠিক দামে ভোক্তাকে ডিম দিতে চান তারা।

বুধবার (১৬ অক্টোবর) কারওয়ান বাজারে আসতে শুরু করেছে ডিম। তবে বিক্রি হচ্ছে আগের দামেই। মানা হচ্ছে না উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা সরকার নির্ধারিত দাম।

কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, আড়ত থেকে এখনও পর্যাপ্ত ডিম পাওয়া যাচ্ছে না। যাও মিলছে, তাও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে।

আর খুচরা ব্যবসায়ীরা জানান, প্রতিডজন ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকায়। পাইকারি পর্যায়ে বাড়তি দামে কেনায়, খুচরায়ও বিক্রি হচ্ছে বেশি দামে।

তেজগাঁও ডিমের আড়তে গেলে, বেশি দামে কিনে- বেশি দামে বিক্রি করার সেই পুরোনো তত্ত্বই মেলে ধরেন পাইকাররা। তারা জানান, বর্তমানে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১২ টাকা ২০ পয়সায়। আর উৎপাদক পর্যায় থেকে কিনতে হচ্ছে ১২ টাকায়।

এ পরিস্থিতিতে রাজধানীর বাজার তদারকিতে নামেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। তারা বলছেন, মধ্যস্বত্বভোগীদের কেটেছেঁটে শিগগিরই নির্ধারিত দামেই ভোক্তাকে ডিম দেয়া হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম বলেন, সরবরাহ ব্যবস্থার প্রতিটি জায়গায় নজরদারি চলছে। ন্যায্যমূল্যের ডিম বুধবার বিকেলের মধ্যে বাজারে আসবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের চেষ্টা চলছে। তবে কথাতেই আর ভাসতে চান না ভোক্তারা। তারা বলেন, আশ্বাসে কাজ হবে না। সরকার নির্ধারিত দাম বাজারে বাস্তবায়ন করতে হবে।

এদিকে, বাজার নিয়ন্ত্রণে উৎপাদন পর্যায়ে তদারকি বাড়ানো আর আগাম তথ্য নিয়ে কাজ করার দুর্বলতা কাটানোর কোনো বিকল্প দেখছেন না সাধারণ মানুষ।