ঢাকাবৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪

দেশের ছয় অঞ্চলে ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ । ৩১ জন

দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ এ ক এম নাজমুল হক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর এবং খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া দফতরের তথ্যমতে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশপাশের দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে।

এটি আরও পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাডু-দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

এদিকে নিম্নচাপের কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর মাছ ধরার ট্রলারসহ ছোট ছোট নৌযানকে উপকূলের কাছে থেকে চলাচলেরও নির্দেশনা দেয়া হয়েছে।