ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪

গজারিয়ায় বজ্রপাতের কৃষাণীর মৃত্যু, স্বামী ও ছেলে আহত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ণ । ৩৩ জন

মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে হালিমা বেগম (৫০) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে স্বামী ও পুত্র। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর দিকে উপজেলার ভবেরচরের শ্রীনগরে ঘটনাটি ঘটে।

এদিকে গুরুতর আহত স্বামী আব্দুল হান্নানকে (৭০) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পায়ের একটি অংশ পুড়ে গেছে। ছেলে রমজান (৯) সুস্থ আছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টিপটিপ বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন স্বামী-স্ত্রী ও তাদের ৯ বছরের ছেলে। এসময় বজ্রপাতে স্বামী-স্ত্রী দুইজনেই শরীর ঝলসে গুরুতর আহত হন এবং সঙ্গে থাকা তাদের ছেলে স্তব্ধ হয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কৃষাণী হালিমাকে মৃত ঘোষণা করেন। স্বামী আব্দুল হান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।