ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

মানুষের চেতনায় এখনও ফ্যাসিজম রয়ে গেছে : প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ । ২৮ জন

‘গ্রামের মানুষদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। তিনি বলেন, বিগত সরকার গত ১৫ বছরে অর্থনীতিকে ধ্বংস করে গেছে, আমরা সেই পরিস্থিতি উন্নয়ন করে বাংলাদেশকে একটা যুতসই কাঠামোতে দাঁড় করিয়ে দিতে চাই। এ জন্য সময়ের প্রয়োজন। আর ১৫ বছরে জঞ্জাল অনেক গভীরে চলে গেছে, মানুষের চিন্তা, চেতনার মধ্যে এখনও ফ্যাসিজম রয়ে গেছে। মানুষের মন থেকে তা দূর করে এ দেশকে জঞ্জালমুক্ত করা আমাদের জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ, তবে তা অসম্ভব নয়।

পাবনার ঈশ্বরদী উপজেলার হাজারিপাড়ায় প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময়কালে আজ শনিবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।

এ সময় ফরিদা আখতার বলেন, একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। আমরা চেষ্টা করছি জনগণের ভাগ্যোন্নয়নে। তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সব ক্ষেত্রে সংস্কার করতে কাজ করছে সরকার।

এ সময় পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, উবিনীগের কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমা দাশ শিমু, ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক আজমিরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।