ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

জাম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে ৭ ফুটবলারের প্রাণ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ । ২৭ জন

জাম্বিয়ার ফুটবলে নেমে পড়েছে শোকের ছায়া। দেশটির তৃতীয় স্তরের ফুটবল লিগের ম্যাচ খেলতে যাওয়ার পথে গত শনিবার দুর্ঘটনায় পড়েছে চাভুমা টাউন কাউন্সিল এফসির খেলোয়াড়বাহী মাইক্রোবাস। এতে সাত ফুটবলার নিহত হয়েছেন। এছাড়া আরও ১২জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য দেশটির রাজধানী লুসাকায় পাঠানো হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ফাজ)।

ফাজের প্রেসিডেন্ট অ্যান্ড্রিও কামাঙ্গা শোক প্রকাশ করে বলেছেন, ‘আমরা এ ঘটনার বিস্তারিত জানতে ফুটবলার, স্থানীয় জনতা ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।’

শনিবার একটি ম্যাচ খেলতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে যাচ্ছিল চাভুমা টাউন কাউন্সিল। সে সময় ঘটে এ দুর্ঘটনা। হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (সিএএফ) প্রেসিডেন্ট প্যাট্রিক মোতসেফে জানিয়েছেন, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রার্থনা করছেন তিনি ও তাঁর গভর্নিং বডি।

এক বিবৃতিতে প্যাট্রিক বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে ও সিএএফের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। যাঁরা এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, ঈশ্বর তাদের পরিবার, বন্ধু-বান্ধব ও সতীর্থদের শোক সহ্য করার শক্তি দিন ও জাম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিদেহী খেলোয়াড়দের আত্মা চির শান্তিতে থাকুক।’

আফ্রিকার দক্ষিণাঞ্চলের আঞ্চলিক কাউন্সিল এফএ-এর সভাপতি আর্থুর দি আলমেইদা ই সিলভা উল্লেখ করেছেন, এভাবে তরুণদের জীবন হারানো সত্যিই হৃদয়বিদারক। এক চিঠিতে তিনি বলেছেন, ‘ফুটবল এমন একটি খেলা, যা আমাদের একত্রিত করে, আমাদের অঞ্চলজুড়ে সম্প্রদায়গুলোর জন্য আনন্দ ও গর্ব বয়ে নিয়ে আসে।’

ফাজের উদ্দেশ্যে লেখা চিঠিতে সিলভা আরও লিখেছেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আপনাদের শোককে ভাগ করে নিচ্ছি। যারা এ অপূরণীয় শোকের মধ্য দিয়ে যাচ্ছে, সেইসব পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আহত হয়ে যাঁরা চিকিৎসা নিচ্ছেন, আমাদের ভাবনা ও প্রার্থনাতে তাঁরা আছেন।’