ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

খুলনা-বরিশাল মহাসড়কে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ । ২৪ জন

পিরোজপুরে খুলনা-বরিশাল মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক বিভাগ। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশের এলাকায় চালানো হয় এ উচ্ছেদ অভিযান। এ সময় স্থাপনা গুড়িয়ে দেয়া হয় বুলডোজার দিয়ে।

জানা যায়, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়; একটানা চলে বিকেল পর্যন্ত। মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করে প্রশস্ত করার আহ্বান সাধারণ মানুষের।

তিনি আরও জানান, জেলার সড়ক বিভাগের অধীনে খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশে এলাকায় সড়কের দু’পাশ এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন যুগ্মসচিব আব্দুল লতিফ খান, সড়ক ও জনপদ বিভাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস।