ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

আমন মৌসুমের ধান-চালের মূল্য নির্ধারণ করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ণ । ২৫ জন

আমন মৌসুমে সরকারের ধান চাল সংগ্রহ কার্যক্রমে প্রতি কেজি ধান ৩৩ টাকা, সিদ্ধ চাল ৪৭ টাকা ও আতপ প্রতি কেজি ৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।

বুধবার (৬ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) সভা শেষে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সভায় আমন সংগ্রহ মৌসুমে ৩ দশমিক ৫ লাখ মেট্রিক টন ধান, ৫ দশমিক ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে আমন থেকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ করা হবে।

ধান ও সিদ্ধ চাল আগামী ১৭ নভেম্বর ২০২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ এবং আতপ চাল ১৭ নভেম্বর ২০২৪ থেকে ১৫ মার্চ ২০২৫ পর্যন্ত সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।