পলিথিনবিরোধী অভিযানে সারাদেশে ৪ হাজার ৮৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানে ২১টি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১টি পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ১৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
অপরদিকে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় করার দায়ে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ ১৬ কেজি পলিথিন জব্দ করে।