বৃহস্পতিবার রাতে হন্ডুরাসের উত্তরাঞ্চলে প্রভাব শুরুর পর শনিবার আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সারা। ঝড়ের প্রভাবে ওই অঞ্চলে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
এদিকে মায়ামিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, রবিবারের মধ্যে ওই এলাকায় প্রাণঘাতী আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিতে পারে।
ঝড়ের প্রভাবে সান পেদ্রো সুলা শহরে টানা বৃষ্টিপাত হচ্ছে।
বৃহস্পতিবার রাতে হন্ডুরাস-নিকারাগুয়া সীমান্তের কাবো গ্রাসিয়াস আ দিওস থেকে ১৬৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমের স্থলভাগে আঘাত হানে সারা। এখন বে দ্বীপের কাছ দিয়ে অগ্রসর হয়ে সেটি বেলিজের দিকে ধাবিত হবে বলে পূর্বাভাসে জানিয়েছে হারিকেন সেন্টার।
এরপরে ঝড়টি উত্তর-পশ্চিমে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের দিকে ঘুরবে বলে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, রবিবার হন্ডুরাস উপকূলের পর্যটন কেন্দ্র রোয়াতানের ওপর দিয়ে বয়ে যাবে সারা। এরপর ঝড়টি উত্তর-পশ্চিম দিকে বেলিজ ও ইউকাটান উপদ্বীপের দিকে অগ্রসর হবে।
তবে আগেই হন্ডুরাস উপকূলে আঘাত হানায় দেশের নাগরিকদের সতর্ক করে মেক্সিকোর কর্তৃপক্ষ বলেছে, এর প্রভাবে ইউকাতান উপদ্বীপে প্রবল বর্ষণ হতে পারে।