ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য

জাতীয় সেমিনারে বক্তারা

কোম্পানির কারসাজিতে খুচরা পর্যায়ে অতিরিক্ত মূল্যে সিগারেট বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ । ১৪ জন

জনস্বাস্থ্য সুরক্ষার জন্য বহুজাতিক তামাক কোম্পানি বিএটিবির পরিচালনা পর্ষদে সরকারের সচিবদের নিয়োগ বন্ধ করতে হবে। তামাক কোম্পানি যাতে কোনোভাবেই তাদেরকে ব্যবহার করে সরকারের নীতিতে প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে। একইসঙ্গে বহুজাতিক এ প্রতিষ্ঠানে সরকারের যে শেয়ার রয়েছে সেটাও দ্রুত প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার।

আজ ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর সিরডাপের মিলনায়তনে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় কর নীতি বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয়’শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সরকার সম্প্রতি যে হারে সিগারেটের মূল্য ও কর হার বৃদ্ধি করেছে সেটা জনস্বাস্থ্য ও সরকারের রাজস্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। কারণ এতে কোম্পানির চেয়ে সরকারই বেশি লাভবান হবে। তবে নতুন অধ্যাদেশে সিগারেটের সঙ্গে ধোঁয়াহীন তামাকজাত দ্রব্যের মূল্য ও কর হার বৃদ্ধি করার প্রয়োজন ছিলো। আশা করি সরকার সেটা আসন্ন বাজেটে আমলে নিবে।

ভাইটাল স্ট্রাটিজিস এর হেড অফ প্রোগ্রাম ও বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলীম আখতার খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির সদস্য সাংবাদিক ও গবেষক সুশান্ত সিনহা ও স্বাগত বক্তব্য দেন বিএনটিটিপির সচিবালয় ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মোঃ আখতারউজ-জামান; টোব্যাকো ফ্রি কিডস এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মুস্তাফিজুর রহমান; জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মোঃ বদরুজ্জামান মুন্সী; বাংলাদেশ ক্যানসার সোসাইটির চেয়ারম্যান ও বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির সদস্য অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ও বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির সদস্য ডা. সৈয়দ মাহফুজুল হক।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমানে প্রতিদিন প্রায় ২৩ কোটি ১৭ লাখ শলাকা সিগারেট বিক্রি হয়। তামাক কোম্পানি প্রতি শলাকা সিগারেট ৫০ পয়সা থেকে ২ টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি বিক্রি করে। এতে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা এবং মাসে প্রায় ৬০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি হচ্ছে। অতিরিক্ত এ মূল্যের কোনো রাজস্ব পায় না সরকার। ফলে এমআরপিতে যাতে সিগারেট বিক্রি হয় সেটা এনবিআর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে পদক্ষেপ নিতে হবে।

তারা আরও বলেন, বহুজাতিক তামাক কোম্পানি বিএটিবির পরিচালনা পর্ষদে সরকারের সচিবদের নিয়োগ বন্ধ করতে হবে। তামাক কোম্পানি যাতে কোনোভাবেই তাদেরকে ব্যবহার করে সরকারের নীতিতে প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে। একইসঙ্গে বহুজাতিক এ প্রতিষ্ঠানে সরকারের যে শেয়ার রয়েছে সেটাও দ্রুত প্রত্যাহার করতে হবে।

তারা আরও বলেন, তামাক কোম্পানিগুলো কারসাজি করে খুচরা পর্যায়ে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি করছে। দেশের প্রায় প্রতিটি খুচরা বিক্রয়কেন্দ্রে তামাক কোম্পানিগুলো বিভিন্ন ব্যান্ডের প্রতি শলাকা সিগারেট বেশি দামে বিক্রি করার জন্য বিজ্ঞাপন সরবরাহ করেছে। সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করে প্রতি বছর প্রায় ৫০০০ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি দিচ্ছে। ফলে জনস্বাস্থ্য সুরক্ষায় ও সরকারের রাজস্ব ফাঁকি বন্ধে অতিদ্রুত এমআরপিতে সিগারেট বিক্রি নিশ্চিত করতে হবে।

এসময় বক্তারা তামাকের সহজলভ্যতা কমিয়ে আনতে ও রাজস্ব ফাঁকি বন্ধে অ্যাডভেলরেম পদ্ধতি বাতিল করে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসঙ্গে তামাক কর প্রস্তাব থেকে তদুর্ধ্ব শব্দের ব্যবহার বাতিল, সিগারেট উৎপাদনের তারিখসহ ব্যান্ডরোল ও স্ট্যাম্পে কিউআর কোর্ডের ব্যবহার, রাজস্ব আদায়ে ডিজিটাল ব্যবস্থা চালুসহ সংশ্লিষ্ট সকল বিষয়কে নিয়মের মধ্যে আনতে প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভায় অন্যান্যদের মধ্যে এনবিআর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, ন্যাশনাল ইন্সটিটিউট অব লোকাল গভার্নমেন্ট ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ, উন্নয়নকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।