ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

লিবিয়ার ডেরনা শহরে বন্যায় মৃতের সংখ্যা ২০ হাজারে পৌঁছতে পারে: মেয়র

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ । ১৭৭ জন

ভয়াবহ বন্যার পর লিবিয়ার ডেরনা শহরে মৃতের আনুমানিক সংখ্যা ১৮ হাজার থেকে ২০ হাজার হতে পারে আশঙ্কা করছেন আবদুলমেনাম আল গাইথি। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশনের কাছে বুধবার এ আশঙ্কার কথা জানান গাইথি।

লিবিয়ায় ভয়াবহ এই বন্যায় ইতোমধ্যে অন্তত ৫ হাজার মানুষ মারা গেছেন। নিখোঁজ আছেন হাজার হাজার মানুষ। পূর্বাঞ্চলীয় শহর ডেরনায় এখনও চলছে ধ্বংসযজ্ঞ। শহরটিতে একের পর মরদেহ উদ্ধার হচ্ছে।

বন্যায় হাজারও মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের সহায়তায় ছুটে এসেছে মিসর, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত সরকার।

ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর ডেরনা রবিবার গভীর রাতে আকস্মিক বন্যার কবলে পড়ে। উজানের দুটি বাঁধ ভেঙে যাওয়ায় শহরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা এত দ্রুত পানি প্রবেশ করাকে সুনামির সঙ্গে তুলনা করছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ফুটপাতে পড়ে থাকা মরদেহ শনাক্তের চেষ্টা করছেন। ডেরনার স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, উপকূলীয় এলাকাগুলো প্রায় পুরোটাই তলিয়ে গেছে।

জাতিসংঘ বলছে, ডেরনায় অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বেঁচে থাকাদের জন্য ১০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।

সূত্র : আল জাজিরা