সরকার নির্ধারিত তিনটি পণ্যের মূল্য মনিটরিং করতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানকালে হাবিব ট্রেডার্স ও বন্ধন ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চৌমুহনী মহেষগঞ্জ বাজার ও ডিবি রোডে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউসার মিঞা। অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল। জানা যায়, সরকারিভাবে আলুর খুচরা মূল্য ৩৫-৩৬ টাকা, পেঁয়াজ ৬৫ ও ডিম প্রতি পিস ১২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু এমন ঘোষণার পরও নোয়াখালীর বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও পাইকাররা সেটা মানছেন না। এমন তথ্যের ভিত্তিতে সকালে জেলার চৌমুহনী বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানকালে হাবিব ট্রেডার্স প্রতি কেজি আলু ৩৮ টাকায় ক্রয় করে ৪০ টাকা বিক্রি করে। এ সময় আলুর ক্রয় রশিদ দেখাতে না পারায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে বন্ধন ট্রেডার্স নামের আরও একটি প্রতিষ্ঠানকে ৪২ টাকা করে প্রতি কেজি আলু খুচরা বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে দ্রব্যমূল্যের অস্থিরতা রোধে বিভিন্ন সময় জেলা ও উপজেলা শহরগুলোতে অভিযান পরিচালনা করা হলেও গ্রামের বাজারগুলোতে অভিযান তেমন একটা হয় না। যার ফলে শহরের দোকানগুলো সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করলেও গ্রামের বাজারগুলোতে তেমন কোনও পরিবর্তন হয় না। তাই সাধারণ ক্রেতাদের দাবি, প্রতিটি বাজার মনিটরিংয়ের আওতায় আনা হোক। সহকারী পরিচালক মো. কাউসার মিঞা বলেন, ‘খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, তাদের ক্রয়মূল্য বেশি হওয়ায় বর্তমানে একটু বেশি মূল্যে আলু বিক্রি করা হচ্ছে। তবে আগামী ২/৩ দিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্য কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া বাজারগুলোতে ডিম ও পেঁয়াজের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে।’