ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

ঘন কুয়াশায় মহাসড়কে ৫ গাড়ির সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ । ৭ জন

ঘন কুয়াশায় ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের ঘোষঘাতী এলাকায় দুটি বাস ও তিনটি ট্রাকের সংঘর্ষে আলীরাজ (২৮) নামে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ সময় পথচারীসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত আলী রাজের বাড়ি পিরোজপুর জেলায়।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্লা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাি ঘটে। ট্রাক তিনটি দুমড়ে মুচড়ে যায়। কিন্তু বাস দুটি পালিয়ে যায়।

এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলের রাস্তা থেকে যানবাহন ও মালামাল কিছুটা সরিয়ে দিলে যান চলাচল ধীরগতিতে শুরু হয়। বেলা ১১ টার দিকে মহাসড়কে পুরোদমে যানবাহন চলাচল শুরু হয়। আহত পথচারী পারভিন বেগমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা পাঠানো হয়। এছাড়া সাদিদুল ও স্বপন শেখ নামের আহত দুজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানসহ প্রশাসনের ক্ষুদ্রতম কর্মকর্তারা।