ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

ফিলিপাইনে বন্যায় নিহত ৩, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ । ২৪ জন

ফিলিপাইনে বন্যার পানিতে একটি ভ্যানগাড়ি ডুবে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও দুইজন। স্থানীয় কর্তৃপক্ষ এসব হতাহতের বিষয় নিশ্চিত করেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান প্রদেশে এসমব হতাহতের ঘটনা ঘটে।

পালাওয়ান প্রদেশের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কার্যালয়ের ম্যাক ভিলারোসা সোমবার রাতে বলেন, ১২ জন যাত্রী বহনকারী ভ্যানটি রবিবার রাতে বন্যার পানিতে আটকা পড়ে।

ম্যাক ভিলারোসা বলেন, ওই গাড়িতে থাকা ১২ যাত্রীর মধ্যে সোমবার ৩ জনের লাশসহ সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুইজন। নিখোঁজরা হলেন ভ্যানের চালক ও তার স্ত্রী।

প্রাদেশিক জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে অব্যাহত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ব্যাপক বন্যার কারণে সোমবার বিকাল পর্যন্ত পালাওয়ানের কমপক্ষে চারটি শহর থেকে ১ হাজার ৪৫৪টি পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।