বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৪টায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বেলা আড়াইটায় সংগঠনটির ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হন গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ। বিআইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির সদস্য নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্যের ভোটে নন-লাইফ খাতের ১০ নির্বাহী সদস্য নির্বাচিত হন। অপরদিকে লাইফ বীমা খাতে ১০ নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।