ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্তদান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ । ৭৯ জন

শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ২১শে ফেব্রুয়ারী ২০২৫ অভয় দাস লেনের শহীদ নবী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কোয়ান্টামের সহযোগিতায় শহীদ নবী উচ্চ বিদ্যালয়” এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পরিচালনায় চলমান এই কর্মসূচীর লক্ষ্য ছিল মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, রক্তদানের মহৎ উদ্দেশ্যকে প্রচার এবং রক্তদানে উদ্বুদ্ধ করা। দিনের শুরুতে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ । তিনি রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রক্তের কোন বিকল্প নেই এবং প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, শহীদ নবী উচ্চ বিদ্যালয় এই ধরনের কাজ অন্যদের অনুপ্রানিত করবে।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহবায়ক মনির হোসেন বলেন, রক্তদান একটি মহৎ কাজ। অনেক সময় একব্যাগ রক্ত একজন মৃত্যুপথযাত্রীকে জীবন ফিরিয়ে দিতে পারে। এ বিদ্যালয় থেকে শিক্ষা অর্জনকারী প্রাক্তনদের স্কুল এবং এলাকার জনগনের জন্য কিছু করার দায়বদ্ধতা রয়েছে। সেই ভাবনা থেকেই রক্তদান কর্মসূচীর আয়োজন । আমরা আশাবাদী সকলের সহযোগিতা পেলে আগামীতেও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং এলাকার সাধারন জনগনের অংশগ্রহনের দিনব্যাপী পরিচালিত এই মহৎ উদ্যোগটি সকলের প্রসংশা অর্জন করে। স্বেচ্ছায় রক্তদানকারী সকল দাতাকে সংগঠনের পক্ষ থেকে প্রশংসাপত্র” এবং ডোনার কার্ড দেওয়া হয়।