ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
  • অন্যান্য

সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ । ৫ জন

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন৷ রোববার (২ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে৷

স্থানীয় বাসিন্দা ইমাম হোসাইন ইমু বলেন, সকালে কাজে যাওয়ার সময় মহাসড়কের পূর্বপাশে একজন মহিলার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। শরীর থেকে মাথা ছিন্নভিন্ন হয়ে গেছে৷ মনে হচ্ছে দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়েছে৷ বেশভূষায় অনেকটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে৷ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়৷

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. জয়া ধর জানান, পুলিশ একজন মানসিক ভারসাম্যহীন এক নারীকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। মাথায় একেবারে থেতলে গেছে৷

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, নামপরিচয়হীন এক নারী সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে৷ অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়৷ ধারণা করা হচ্ছে মহিলাটি মানসিক ভারসাম্যহীন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে৷