ঢাকাসোমবার , ৩ মার্চ ২০২৫
  • অন্যান্য

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ । ৬ জন

রাজশাহীতে ট্রাক ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (৩ মার্চ) সকালে জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি বাজার চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গোদাগাড়ী মহিষালবাড়ি থেকে এক অ্যাম্বুলেন্স রাজশাহী যাচ্ছিল। আর রাজশাহীর দিক থেকে এক ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছিল। এ সময় রাজাবাড়িতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও অ্যাম্বুলেন্সে থাকা দুই নারী নিহত হয়েছেন।

ওসি বলেন, নিহত একজনের নাম সুন্দরী রানি, তার বয়স ৬৫ বছর। বাকিদের নাম পরিচয় বিস্তারিত জানার চেষ্টা চলছে। গাড়ি দুটি আমরা জব্দ করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।