ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫

খুলনায় ১৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ । ৬ জন

খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ১৩ প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা করেছে। সোমবার (১০ মার্চ) ভোক্তা অধিকারের ৮টি টিম এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানে নিত্যপণ্য নিয়ন্ত্রণে রাখতে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সোনা থানার গল্লামারী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা মহানগরীর বানরগাতি ও পুরাতন গল্লামারী রোড এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এদিকে কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার বাটিকাডাংগা ও আখ সেন্টার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে তালা উপজেলার তালা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার হাসপাতাল রোড, কলেজ রোড ও মধুগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার ভালইপুর বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।