ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫

কুমিল্লায় বিজিবি আটক করল তিন কোটি টাকার ভারতীয় আতশবাজি ও ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ । ৮ জন

বাংলাদেশের কুমিল্লা জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) একটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং ইয়াবা উদ্ধার করেছে।

বিজিবির ১০ ব্যাটালিয়নের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময়, মালিকবিহীন অবস্থায় ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস ভারতীয় অবৈধ আতশবাজি এবং একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ইয়াবা আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য প্রায় তিন কোটি আট লক্ষ আট হাজার টাকা।

এ বিষয়ে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ শুক্রবার (১৪ মার্চ) জানান, ‘অভিযানে উদ্ধার করা সমস্ত অবৈধ দ্রব্যসামগ্রী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’ তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এই অভিযানটি সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালান বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। ভারতীয় অবৈধ আতশবাজি ও মাদক চোরাচালানকারীরা কুমিল্লা অঞ্চলে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের নিষিদ্ধ সামগ্রী প্রবাহিত করার চেষ্টা চালিয়ে আসছিল।

বিজিবি জানিয়েছে, তারা এই ধরনের অভিযান চালিয়ে দেশের অভ্যন্তরে অবৈধ মালামাল প্রবাহের রোধে দৃঢ়প্রতিজ্ঞ।