ঢাকাবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩

সিএমপি কর্মকর্তাদের নিয়ে ‘ইন্টেলিজেন্স লেড পুলিশিং’ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ । ২৪২ জন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মকর্তাদের নিয়ে ‘ইন্টেলিজেন্স লেড পুলিশিং’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে এটা দ্বিতীয় কর্মশালা।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) প্রোগ্রামের অংশ হিসেবে, জিআরএসপি আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার সিএমপি থেকে ৩৮ জন করে মোট ৭৬ জন কর্মকর্তাকে ‘ইন্টেলিজেন্স লেড পুলিশিং’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে।

আজ মঙ্গলবার নগরীর রেডিসন ব্লু হোটেলে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)। উদ্বোধনী অধিবেশনে তিনি বলে, দুর্ঘটনা বা অপরাধের প্রতিকার নয় বরং প্রতিরোধে জোর দেওয়া প্রয়োজন। এজন্য পুলিশকে রিঅ্যাকটিভ না হয়ে প্রোঅ্যাকটিভ হতে হবে। আর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদস্যদের তথ্যউপাত্ত বিশ্লেষণ করতে পারতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আব্দুল মান্নান মিয়া (বিপিএম) বলেন, আইন প্রয়োগের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সড়ক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সংস্থার দায়িত্ব রয়েছে। পুলিশ এককভাবে তা নিশ্চিত করতে পারবে না; এজন্য সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

যুক্তরাজ্য পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও জিআরএসপি’র সিনিয়র রোড পুলিশিং উপদেষ্টা জনাব রাসেল নাইমান প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালাটিতে রাসেল বৈশ্বিক সড়ক নিরাপত্তা পরিস্থিতি, সড়ক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ প্রণীত ‘সেফ সিস্টেম’ বাস্তবায়নে পুলিশের ভূমিকা, রোড পুলিশিং ডিটারেন্স মডেল এবং ইন্টেলিজেন্স লেড পুলিশিং বিষয়ে আলোকপাত করেন। বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ সড়ক-সংঘর্ষজনিত মৃত্যু ও হতাহত প্রতিরোধে ইন্টেলিজেন্স লেড পুলিশিং অর্থাৎ, রোড ক্র্যাশের তথ্যউপাত্ত বিশ্লেষণ করে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। ‘আজকের এই প্রশিক্ষণ পুলিশ কর্মকর্তাদের তথ্যউপাত্ত বিশ্লেষণ করার ক্ষমতা বাড়াবে, যার ফলে তারা সড়ক-সংঘর্ষজনিত মৃত্যু ও আহত হওয়া প্রতিরোধে কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে সক্ষম হবে’, বলে জানান রাসেল।

কর্মশালায় ট্রাফিক সার্জেন্ট, সাব-ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর, সহকারী পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ অংশগ্রহণ করেন। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চারজন প্রকৌশলী এবং বিআরটিএ’র দুজন কর্মকর্তা এতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন। কর্মশালা শেষে সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

কর্মশালায় সিএমপির ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বিআইজিআরএস-এর চট্টগ্রাম ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর জনাব লাবিব তাজওয়ান উৎসব, এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর জনাব কাজী হেলাল উদ্দিন, সার্ভেইল্যান্স কোঅর্ডিনেটর জনাব কাজী সাইফুন নেওয়াজ, কমিউনিকেশন অফিসার জনাব মাহমুদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

এর আগে এবছরের জুলাইয়ে রোড পুলিশিং লিডারশিপ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে জিআরএসপি। ওই কর্মশালায় বৈশ্বিকভাবে অনুশীলন করা ‘সেফ সিস্টেম এপ্রোচ’ অনুসারে সড়ক নিরাপত্তার ঝুঁকিসমূহ মোকাবেলায় পুলিশ সদস্যদের সক্ষমতা বুদ্ধিতে জোর দেওয়া হয়।