ঢাকাসোমবার , ৫ জুন ২০২৩

সড়ক বিভাজকে গাছ কাটায় ঠিকাদার ও ২ প্রকৌশলীকে শাস্তি দিল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৩ ৮:০৮ পূর্বাহ্ণ । ১৮৭ জন

অনুমোদন ছাড়াই সড়ক বিভাজকে গাছ কাটায় একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত ও কার্যাদেশ বাতিল করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

মিরপুরস্থ টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণকালে গাছ কাটে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এস এম রহমান ইন্টারন্যাশনাল। বিনা অনুমতিতে গাছ কাটায় ঐ ঠিকাদার প্রতিষ্ঠানকে ১ বছরের জন্য কালো তালিকাভুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একইসাথে ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রদত্ত কাজের কার্যাদেশ বাতিল করা হয়েছে।

একইসাথে দায়িত্বে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত ডিএনসিসির দুইজন উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তরা হলেন, উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী মো. সুজা উদ্দিন মামুন এবং উপ-সহকারী প্রকৌশলী মো. সরুজ্জামান।

গত ১ লা জুন ২০২৩ তারিখে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল হাসানের স্বাক্ষরিত পৃথক ৩টি অফিস আদেশে জারি করা হয়ছে। অনুমোদন ছাড়া সড়ক বিভাজকে গাছ কাটার বন্ধে নির্দেশনা জারি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ধানমন্ডি এলাকায় সড়ক বিভাজকে নির্বাচারে গাছ কাটায় আন্দোলনে নামে পরিবেশবাদীসহ স্থানীয়রা।